হাদীস: হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) যুবক বয়সে মসজিদে নববীতে ঘুমাতেন। যখন তার নিজের ঘর বাড়ি ছিল না এবং বিবাহও করেননি।
ভ্রমণ থেকে ফিরে নামায পড়া:
হাদীস: হযরত জাবের (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল (সাঃ) এর সঙ্গে সফরে ছিলাম। আমি পূর্বাহেৃ রাসূল (সাঃ) এর নিকট উপস্থিত হলাম। তিনি মসজিদেই ছিলেন। তিনি আমাকে দু’রাকাত নামায পড়ার আদেশ করলেন তার নিকট আমার একটি উটের মূল্য পাওনা ছিল। তিনি আমাকে আসল পাওনা দিয়েও আরো বেশি দিলেন।
নামাযীর সামনে যেটুকু স্থান রাখতে হবে:
হাদীস: হযরত সাহল ইবনে সা’দ (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সাঃ) এর নামাযের স্থান ও দেয়ালের মাঝখানে একটি বকরী চলার মত ব্যবধান ছিল।
তীর নিয়ে চলার নিয়ম:
হাদীস: হযরত আবু মূসা আশআরী (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সাঃ) বলেছেন, মসজিদ অথবা বাজারে চলাফেলার সময় হাতে তীর ইত্যাদি থাকলে তার ফলক মুষ্টির ভিতরে যেন কোন মুসলমান ব্যক্তি তা দ্বারা আঘাত না পায়।
হাদীস: হযরত জাবের (রা) হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি মসজিদের মধ্যে তীর হাতে নিয়ে আসছিল। রাসূল (সাঃ) তাকে আদেশ করলেন এর ফলক মুষ্টির ভিতরে রাখ।
অনলাইন বাংলা নিউজ বিডি: / শাকিল আহমেদ মোহন
Leave a Reply