হাদীস: হযরত আবদুল্লাহ ইবনে যায়েদ (রা) হতে বর্ণিত। তিনি বলেন, এক সময় তিনি রাসূলুল্লাহ (সাঃ) কে দেখতে পেলেন তিনি মসজিদে নববীতে চিৎ হয়ে এক পায়ের উপর অন্য পা মোবারক রেখে শুয়ে আছেন।
হযরত আবু বকর (রা) এর মসজিদ ঘর নির্মাণ:
হাদীস: হযরত উরওয়া ইবনে যুবাইর (রা) হতে বর্ণিত। উম্মুল মু’মিনীন হযরত আয়েশা (রা) বলেন, আমি যখন খুব ছোট এমনকি আমি আমার পিতা-মাতাকেও চিনতে অক্ষম তখনই আমার পিতা-মাতা ইসলমা গ্রহণ করেছেন। তখন থেকে আমাদের বাড়ীতে প্রতিদিন সকাল-সন্ধ্যায় দু’বার নবী করীম (সাঃ) আসতেন।
একদিনও আসা বন্ধ করতেন না। হঠাৎ একদিন বিশেষ সময় আমার পিতা হযরত আবু বকর (রা) এর মনে একটি মসজিদ তৈরীর বাসনা পয়দা হলো-তখন তিনি তাঁর বাড়ীর সীমানার মধ্যে রাস্তার পাশে একখানা মসজিদ ঘর তৈরী করলেন।
সেখানে তিনি নামায আদায় করতেন, কুরআন তিলাওয়াত করতেন, মুশরিকদের ছেলে মেয়ে এবং তাদের পরিবার পরিজন সেখানে এসে হযরত আবু বকরের অবস্থা অবলোকন করতো এবং আশ্চর্যবোধ করত। হযরত আবু বকর (রা) অধিক ক্রন্দনশীল ব্যক্তি ছিলেন।
কুরআন শরীফ তিলাওয়াতকালে তিনি ক্রন্দন নিবারণ করতে পারতেন না। তার এ অবস্থা মুশরিকদের নেতৃবৃন্দকে বিচলিত করে দিল।
অনলাইন বাংলা নিউজ বিডি : / শাকিল আহমেদ মোহন
Leave a Reply