বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ৫নং লয়েল রোডস্থ স্বাস্থ্য অধিদপ্তর পরিচালকের কার্যালয়, পিয়ারী হিলের গাড়ীর গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে ০১টি চোরাই মোটরসাইকেল সহ ০৪ আসামী’কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ।
গ্রেফতারকৃত আসামী ১) মোঃ সোহেল(২৪) পিতা-নুরুল ইসলাম, মাতা-বুড়ি আক্তার সাং-পশ্চিম ভূজপুর (নোয়াজীবাড়ী), থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-রৌফাবাদ, মাহবুব কোম্পানীর বাড়ীর ভাড়াটিয়া, অক্সিজেন, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ২) মোঃ নজরুল ইসলাম(২৩) পিতা-মোঃ মানিক মিয়া, মাতা-নুর বানু সাং-বুসাইন্যা ঘোনা, মুয়াজ্জিনের বাড়ী, থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-রৌফাবাদ, শহীদ মিনারের পাশে, অক্সিজেন, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৩) মোঃ রাসেল(২২) পিতা-আমিনুল ইসলাম, মাতা-নুর জাহান বেগম সাং-পশ্চিম ভূজপুর, নোয়াজীবাড়ী, থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-সিএন্ডবি, আটগাছতলা, শাপলা ক্লাবের পাশে, শাহজাহান বিল্ডিং এর ভাড়াটিয়া, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম এবং কিশোর অপরাধী ৪) মোঃ রাশেদুল ইসলাম(১৫) পিতা-মোঃ সবুজ আলী, মাতা-লিপি বেগম সাং-ডাঙ্গার বাড়ী, থানা-নীলফামারী, জেলা-নীলফামারী, বর্তমানে-সিএন্ডবি, আটগাছতলা, শাপলা ক্লাবের পাশে, মক্কা হোটেলের উপরে, জাফর সওদাগরের বিল্ডিং এর ৩য় তলার ভাড়াটিয়া, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।
১২ নভেম্বর ২০১৮ ইং তারিখ রাত ০৯.০০ ঘটিকায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক জনাব হুমায়ুন কবির এর নেতৃত্বে মোঃ ফিরোজ আলম সঙ্গীয় এএসআই/মোঃ মনির হোসেন, এএসআই/দাউদ খান, ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ৫নং লয়েল রোডস্থ স্বাস্থ্য অধিদপ্তর পরিচালকের কার্যালয়, পিয়ারী হিলের গাড়ীর গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে ০১টি চোরাই মোটরসাইকেল সহ ০৪ আসামী’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, উদ্ধারকৃত চোরাই মোটর সাইকেলটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা এলাকা হতে পরস্পর যোগসাজসে চুরি করে বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ মোটর সাইকেল চুরি ও চোরাই মাল ক্রয় বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/আমিরুল ইসলাম
Leave a Reply