শেষ ১৬ বছরে সবচেয়ে কম সময়ের ব্যবধানে হারের লজ্জাজনক রেকর্ড গড়লেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। সিনসিনাটি মাস্টার্সের প্রি-কোয়ার্টার ফাইনালে গতকাল (শুক্রবার) রাশিয়ার আন্দ্রে রুবলেভের কাছে মাত্র ৬২ মিনিটে হার মেনেছেন ফেদেরার।
সেন্টার কোর্টে রুবলেভের কাছে প্রথম সেটে ৩-৬ গেমে হারার পর ফেদেরার দ্বিতীয় সেট হারেন ৪-৬ গেমে। ফলে প্রতিযোগিতার শেষ আটে পৌঁছে যান মাত্র একুশ বছর বয়সী রুবলেভ।
রেকর্ড ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেই দারুণ জয়- স্বভাবতই আপ্লুত রুবলেভ, ‘এটা আমার জীবনের সব চেয়ে বড় জয়। এতটা আবেগপ্রবণ আগে কখনো হইনি। আমি পুরো ম্যাচই খেলেছি ফেদেরারের মুখের দিকে না তাকিয়ে।’
‘প্রতিপক্ষ ফেদেরার মারাত্মক। প্রত্যেকদিন ওনার খেলা দেখতাম। উনি সবসময় নিজেকে নতুন করে প্রমাণ করেছেন। এই জয়টা আমার নিজের কাছেই তাই অবিশ্বাস্য বলে মনে হচ্ছে’- বলেন রুবলেভ।
এদিকে হারলেও রুবলেভে মুগ্ধ ফেডেরার, ‘দারুণ টেনিস খেলেছে ও। ডিফেন্স, আক্রমণ, সার্ভিস- ওর সব কিছুই দুর্দান্ত ছিল। এ কারণেই ম্যাচে আমি দাঁড়াতে পারিনি।’
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply