সারা দেশে মাদক ব্যবসাকে বন্ধ করতে মাদক ব্যবসায়ীদের ধরতে সাঁড়াশি অভিযান চললেও নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নে মাদক ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরে। এখনও মাদক ব্যবসায়ীরা বিভিন্ন গ্রুপে মাদক নিয়ন্ত্রণ করছে। ফেনসিডিল, গাঁজাও হেরোইনসহ অন্যান্য মাদককে
ছাড়িয়ে মাদকসেবী যুবক ও তরুণদের নেশার তালিকায় যুক্ত হচ্ছে মরণ নেশা ইয়াবা। ইয়াবার নেশা সমাজে অপরাধও বাড়াচ্ছে। চাঁদাবাজি, ছিনতাই, খুনের ঘটনাও ঘটছে। অথচ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কোনো ভূমিকাই লক্ষ্য করা যাচ্ছে না। মাদক মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষে আজ মঙ্গলবার
সকাল ১১ ঘটিকায় ০৭নং হালসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের কোনো স্থান নেই আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করছি। আমাদের সবাইকে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে।তানা হলে সমাজকে নষ্ট করে দিবে মাদক। তাই সকলে মিলেমিশে মাদক সেবন কারি কে আইনের আওতায় এনে বিচার করতে হবে। মাদক বিক্রতাকে ধরিয়ে দিন তাহলে সম্ভব হবে মাদক মুক্ত করতে।মাদকের আলোচনা সভায় সকলের উপস্থিতিতে
বললেন আমি মাদক মুক্ত ইউনিয়ন গরতে চাই। হালসা ইউনিয়নে কিছু বিএনপি মাদক ব্যবসায়ি আছে মাদক বিক্রয় করে বাড়ি-গাড়ি বানিছে রাজবাড়ির মত তারায় হলেন মাদকের এজেন্ট। আমি মাদকের বেপারে কাওকে ছাড় দিবো না বললেন চেয়ারম্যান। মাদক কে না বলুন, সবাইকে আমার একটা অনুরোধ রইলো সবাই আপনার ছেলে-মেয়েদের খেয়াল রাখবেন ঠিক সময় পড়তে বসছে কিনা এবং স্কুলে নিয়মিত ক্লাস যাচ্ছে কি না কাদের সাথে ঘুরছে।
এর মধ্য অনেকটা তিনি মাদক মুক্ত করতে পে্রেছেন। সকলের সহযোগিতায় তিনি মাদক মুক্ত ইউনিয়ন গড়তে চান।
Leave a Reply