কামরান আহমেদ রাজীব কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃকুষ্টিয়া দৌলতপুর থানার একটি মাদক (হিরোইন) মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড ও ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদন্ড এবং একই মামলায় অপর দুইজনের ৫বছর কারাদন্ডসহ ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুর দেড় টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- দৌলতপুর উপজেলার আল্লারদর্গা চামনায় গ্রামের মৃত: সুখচাঁদ মন্ডলের পূত্র জিয়াউর রহমান ওরফে জিয়া(৪৫) যাবজ্জীবন, একই গ্রামের মৃত: জাদু মন্ডলের পূত্র আব্দুর রাজ্জাক(৩৫) এবং সোনাইকুন্ডি গ্রামের মৃত: সিফাত মন্ডলের পূত্র সাজ্জাদ মন্ডল(৪৮) দ্বয়ের ৫বছর কারাদন্ড প্রাপ্ত। আদালত সূত্রে জানায়, ২০১৭ সালের ২০ নভেম্বর, দুপুরে কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি আভিযানিক দল দৌলতপুর উপজেলার চামনায় গ্রামের আসামী আব্দুল রাজ্জাকের বাড়িতে অভিযানকালে আসামী জিয়া ও সাজ্জাদ মন্ডলকে ৫০গ্রাম হিরোইনসহ আটক করেন। পরবর্তীতে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ বাদি হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দ:বি: ১৯(১)(খ) ধারায় মামলা দায়ের পূর্বক দৌলতপুর থানায় সৌপর্দ করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারী আদালতে অভিযোগ পত্র দাখিল করেন পুলিশ। কুষ্টিয়া জজ কোর্টের সকরারী কৌশুলী এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, দৌলতপুর থানয় দায়েরকৃত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)(খ) ধারার এই মামলাটি আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন পূর্বক দীর্ঘ স্বাক্ষ্য শুনানী করে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত এই রায় ঘোষনা করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply