হযরত সায়্যিদুনা শকিক বলখিرحمة الله عليه বর্ণনা করেনঃ-মানুষ চারটি বিষয়ের দাবী করে কিন্তু তাদের আমল তাদের দাবীর পরিপন্থী। যথা-
(১)তারা মুখে বলে,আমরা আল্লাহ তা’আলার বান্দা।কিন্তু তাদের আমল বা কার্যকলাপ স্বাধীন ব্যক্তির মতো।
(২)তারা বলে:আল্লাহ তাআলা একমাত্র আমাদেরকে রিযিক দেওয়ার মালিক। কিন্তু তারা অনেক ধন-সম্পদ একত্রিত করে নেওয়ার পরেও মনে প্রানে সন্তুষ্ট হতে পারে না।
(৩)তারা আরো বলে:”দুনিয়া থেকে আখিরাত উত্তম।” কিন্তু তারা শুধুমাত্র দুনিয়ার উন্নতি অর্জনেই সচেষ্ট রয়েছে।
(৪)তারা বলে থাকে ; “আমাদেকে অবশ্যই একদিন মৃত্যু বরণ করতে হবে।কিন্তু তাদের জীবন ধারণের নমুনা এমন যে,কখনো তাদেরকে মরতে হবে না”। (উয়ুনুল হিকায়াত,৭৫ পৃষ্ঠা)
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মুহাম্মাদ শাহিদ ইমাম
Leave a Reply