বসার ঘর, খাবার টেবিল, শোবার ঘর, ব্যালকনি—প্রতিটি জায়গায় বিড়াল আর বিড়াল। তাদের কেউ খাচ্ছে, কেউবা ঘুমাচ্ছে, কেউবা আবার দোলনায় দোল খাচ্ছে। দোতলা বাড়ির পুরোটাই যেন বিড়ালের দখলে। এদের প্রতিটিরই আবার আলাদা নামও রয়েছে—লেডি, ছোটু, লেমন, গুচি, ম্যাক্স, দিয়েগো, টুনা, টোটন, পিকুসহ আরও যে কত বাহারি নাম!
এই বিড়ালবাড়িটি রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকার মামুদপুর গ্রামে। তবে এই বিড়ালগুলোর কোনোটার পা কাটা, কোনোটার চোখ নেই, কারও মালিক তাকে রেখে বিদেশে পাড়ি জমিয়েছে, মানুষের নির্মমতার শিকার হয়েও এসেছে কোনোটা। এমন সব অসহায় বিড়ালের আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এই বাড়ি। আশ্রয়কেন্দ্রের নাম এএলবি অ্যানিমেল শেল্টার। যেখানে আশ্রয় পেয়েছে মোট ৫১টি বিড়াল।
Leave a Reply