শেরপুরের শ্রীবরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আবুয়ার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রেজ্জাকের স্ত্রী সুরেজা বেগমসহ ৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আহত পরিবারের লোকজন জানান, শুক্রবার বিকালে বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রেজ্জাকের নাতি শিশু বাবু ও শামিম মিয়ার সাথে পার্শ্ববর্তী নয়াপাড়া গ্রামের চুক্কা মিয়ার নাতি মনিরের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মনির ২৫/৩০ জন লোক নিয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা করে। এ সময় তারা সুরেজা বেগম, নাতনি শিশু শায়লা খাতুন, পুত্রবধূ ঝরনা বেগম, মেয়ে শিরিনা বেগমসহ বাড়ির সকলকে মারপিট করে। এক পর্যায়ে ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে।
আব্দুর রেজ্জাকের মেয়ে শিরিনা বেগম জানায়, হামলাকারীরা তাদের ঘরের শোকেজের তালা ভেঙে মুক্তিযোদ্ধা ভাতা ও ঋণের ২ লাখ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত সুরেজা বেগমকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে মৃত চুক্কা মিয়ার চাচাতো ভাই ও স্থানীয় সাবেক ইউপি সদস্য সুরুজ আলী বলেন, মুক্তিযোদ্ধার পরিবারের সাথে তাদের কোনো শত্রুতা নেই। তুচ্ছ ঘটনা নিয়ে তারা এ অভিযোগ করেছে।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, ‘এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply