নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার (১৫ মার্চ) যেখানে পবিত্র জুমার নামাজ আদায় করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের, সেই মসজিদ আল নূরে স্থানীয় সময় দুপুরবেলা হয়েছে ভয়াবহ সন্ত্রাসী হামলা।
যে হামলায় নিহত হয়েছেন ৪৯ জন। প্রাক-টেস্ট সংবাদ সম্মেলন শেষ করতে দেরি না হলে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকতেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।ঘটতে পারত কল্পনাতীত কোন ঘটনা। টিভির পর্দায় হামলার খবর পেয়ে মুষড়ে পড়েছিলেন দলের অন্যতম সিনিয়র সদস্য তামিম ইকবালের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবাল।
দেখেছেন স্বামীর টুইট। যেখানে লেখা ছিল, ‘পুরো দল গোলাগুলির হাত থেকে বেঁচে গেল। খুবই ভয়াবহ অভিজ্ঞতা, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’তামিমের কাছ থেকে এমন বার্তা পেয়ে খানিক নির্ভার হন আয়েশা। সামাজিক যোগাযোগ-মাধ্যমে দোয়া চেয়েছেন নিজের স্বামী ও তার সতীর্থদের জন্য।
নিজের ফেসবুক প্রোফাইলে আয়েশা লিখেছেন, ‘ঘুম থেকে উঠেই ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ভয়াবহ খবরটা পেলাম। এটা বিধ্বংসী। হামলায় হতাহতদের জন্য আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply