তিনি বলেন, মুসলিমরা একজোট হলেই বিজেপি ভারত ছেড়ে পালাবে। মুসলিমরা ভোট দিলে কংগ্রেসকে বিশ্বের কোনো শক্তি হারাতে পারবে না। সিধু বলেন, সকল মুসলিম একজোট হোন। বিজেপিকে একটি ভোটও দেবেন না। ভোট দিন কংগ্রেসকে। তাহলেই বিজেপির বিদায় ঘণ্টা বেজে যাবে। মুসলিমরা একজোট হলে কংগ্রেসকে হারাতে পারবে না বিজেপি।
সাবেক এই ভারতীয় ক্রিকেট তারকা বলেন, এখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। শতকরা ৬২ শতাংশ মুসলিম ভোটার। তাহলে ভাবনা কেন। এর আগে উত্তরপ্রদেশের দেওবন্দে এমন মন্তব্য করেছিলেন বসেন বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) নেত্রী মায়াবতী। বিএসপির এই নেত্রী বিজেপির বিরুদ্ধে মুসলিমদের একত্রিত হতে বলেছিলেন।
এদিকে কংগ্রেস নেতা নভোজিত সিং সিধুর এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপির রাজ্য ভাইস প্রেসিডেন্ট দেভেশ কুমার। তিনি বলেন, তার এমন বক্তব্য কংগ্রেস সংখ্যালঘুদের সন্তুষ্ট করার যে নীতি নিয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি আসন্ন নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির আশঙ্কা থেকে তিনি এ ধরনের বক্তব্য দিচ্ছেন বলেও মনে করেন বিজেপির এই নেতা। সূত্র : ওয়ান ইন্ডিয়া।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply