হাদীস: বুসর ইবনে সাঈদ (রা) হতে বর্ণিত। তিনি বলেন, এক সময় যায়েদ ইবনে খালেদ (রা) আবু জোহাইম (রা) এর কাছে প্রশ্ন করলেন, তিনি রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে থেকে। যারা মুসল্লীদের সামনে দিয়ে যাতায়াত করলে কি গুনাহ হয় এ সম্পর্কে কি শুনেছে? আবু জোহাইম (রা) উত্তরে বললেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, মুসল্লীর সম্মুখ দিয়ে যারা যাতায়াত করে তারা যদি জানত এতে কি পরিমাণ গুনাহ।
তা হলে সে ব্যক্তি মুসল্লীর সামনে দিয়ে পথ অতিক্রম করার চেয়ে চল্লিশ দিন অপেক্ষা করা বা দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত। বর্ণনাকারী বলেন, চল্লিশ দিন বলেছেন, না চল্লিশ মাস বলেছেন, না চল্লিশ বছর বলেছেন, আমার জানা নেই।
হাদীস: হযরত আয়েশা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, এক সময় তাঁর কাছে বসে আলোচনা করা হলো, নামাযীর সামনে দিয়ে গাধা, কুকুর ও মহিলাদের যাতায়াতে নামায নষ্ট হয়। তা শুনে তিতিন বললেন, তোমরা আমাদেরকে কুকুর ও গাধার সাথে তুলনা করতেছ। আমি আল্লাহ কসম করে বলছি।
আমি রাসূলুল্লাহ (সাঃ) কে দেখেছি, তিনি নামায আদায় করতেছেন, তখন আমি চৌকির উপর রাসূল (সাঃ) ও তাঁর বিছানার মাঝখানে কাত হয়ে শোয়া ছিলাম, তারপর আমার জরুরত দেখা দিল এবং তাঁর সামনে বসে তাকে কষ্ট দেয়া আমি খারাপ মনে করলাম। তাই আমি আমার পায়ের দিক থেকে গোপনে বের হয়ে গেলাম।
নামায পড়া অবস্থায় আমলে কালীল :
হাদীস: হযরত আবু কাতদাহ (রা) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) এক সময় নামায পড়ছিলেন, ঐ সময় তিনি তার কন্যা হযরত জয়নাব (রা)এর ছোট মেয়ে উসামাহ বিনতে জয়নাব (রা)-কে কাঁধে বহন করছিলেন। রাসূলেপাক (সাঃ) যখন সিজদায় যেতেন তখন তাকে কাধ থেকে রেখে দিতেন। আবার যখন দাঁড়াতেন তখন কাঁধে তুলে নিতেন।
অনলাইন বাংলা নিউজ বিডি : / শাকিল আহমেদ মোহন
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply