আজ (৮ জুন) বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ওয়েলসের কার্ডিফে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে চলুন চোখ বুলিয়ে নেয়া যাক দু’দলের মুখোমুখি পরিসংখ্যানের দিকে।
# বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড এখন পর্যন্ত ২০টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে ইংল্যান্ড জয় পেয়েছ ১৬টি ম্যাচে এবং বাংলাদেশ জয় পেয়েছে ৪টি ম্যাচে।
# দুই দলের মধ্যে ইংল্যান্ডের দলীয় সর্বোচ্চ স্কোর ৪ উইকেটে ৩৯১ রান এবং বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৬ উইকেটে ৩০৫ রান।
# ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তামিম ইকবালের। তিনি ১৩ ম্যাচে ১৩ ইনিংসে ২ সেঞ্চুরিসহ করেছেন ৪৬৯ রান। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক ইয়ন মরগান। ৯ ম্যাচে ৯ ইনিংসে তিনি ২ ফিফটি এবং ১ সেঞ্চুরিসহ ৩৪২ রান করেছেন।
# দুই দলের মুখোমুখি লড়াইয়ে মোট সেঞ্চুরির সংখ্যা ১৩টি। তার মধ্যে বাংলাদেশের ৪টি আর ইংল্যান্ডের ৯টি। ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি তামিম ইকবালের ২টি। সর্বোচ্চ ফিফটী মুশফিকুর রহিমের ৪টি।
# সর্বোচ্চ উইকেট মাশরাফী বিন মোর্ত্তজার। ১৩ ম্যাচে তার মোট শিকার ১৬ উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ সাকিব ১৩ ম্যাচে ১৪ উইকেট। ইংল্যান্ডের হয়ে লিয়াম প্লাংকেট ৩ ম্যাচে এবং বেন স্টোকস ৪ ম্যাচে নিয়েছেন ৩ উইকেট।
# সর্বোচ্চ ডিসমিসাল মুশফিকুর রহিমের। ১১ ম্যাচে তিনি ১১টি ডিসমিসাল করেছেন। ইংল্যান্ডের হয়ে জশ বাটলার ৫ ম্যাচে ৮টি ডিসমিসালের মালিক।
# সর্বোচ্চ ক্যাচ নিয়েছেন সাকিব আল হাসান। ১৩ ম্যাচে তিনি ৬ ইংলিশ ব্যাটসম্যানকে তালুবন্দি করেছেন। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ক্যাচ মঈন আলীর
(৫ ম্যাচে ৩টি)।
# বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে ইংলিশদের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ১৬৬ রানের। ইংল্যান্ডের জো রুট এবং ইয়ন মরগানের করেছিলেন অপরাজিত ১৪৩ রানএর জুটি।
# দুই দলের শেষ ৫ দেখায় বাংলাদেশ জিতেছে ২টি ম্যাচে ইংল্যান্ড জিতেছে ৩টি ম্যাচে। বিশ্বকাপের এখন পর্যন্ত ম্যাচ খেলেছে ৩টি। তার মধ্যে বাংলাদেশ জিতেছে ২টি এবং ইংল্যান্ড জিতেছে ১টি ম্যাচে। বিশ্বকাপের শেষ দুই দেখাতেই জিতেছে বাংলাদেশ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply