রাতের প্রকৃতি
মোঃ মোতাহার উল ইসলাম (সোহেল)
রাস্তায় চলেছি একা কুয়াশায় ঘেরা জছনা ভরা এই রাতে।
শরীলে উঠেছে কাপন করেছে ছম ছম গভির এই রাতে।
কুয়াশার শিশির বিন্দু পরেছে গাছেরি পাতার উপরে ।
মনে হয় ত্রিনোলতা গাছেরি পাতা ইসারায় আমাকে ডাকছে।
ডাকছে তারা কোথায় চলেছো একা এই নিঝুম জসনা ভরা রাতে।
ভয় নাই ওহে ভয় নাই তোমরাতো আছো আমারি পাশে।
জীবন যুদ্ধে নেমেছি আমি দেখব প্রকৃতির খেলা।
মায়ের গর্ভে ছিলাম যখন তখনো ছিলাম একা।
জীবন যুদ্ধে নেমেছি আমি তাও পেয়েছি নিঃস্ব সঙ্গতা।
দেখবো কত রুপ পরিবর্তন করো তুমি সকাল ও রাত্রে বেলা।
সকালে তুমি এক রকম রাতে তুমি অন্য রকম, দুই রকমের খেলা।
মানুষের যে কত রুপ পরিবর্তন হয় তা বুঝবে সকাল, সন্ধ্যা ও রাত্রি বেলা।
চোখ থাকতে দেখেনা মানুষ প্রকৃতির অপরুপ এই খেলা।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply