দলীয় ৫৫ রানে চার উইকেট পড়ে গিয়েছিল শ্রীলঙ্কার। এরপর অ্যাঞ্জেলো ম্যাথুজ ও লাহিরু থিরিমান্নের ব্যাটে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। থিরিমান্নে ব্যক্তিগত ৫৩ রান করে ফিরে গেলেও সেঞ্চুরি করেন ম্যাথুজ। সবমিলিয়ে ভারতকে ২৬৫ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে শনিবার লিগ পর্বের শেষ দিন ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করেছে লঙ্কানরা।
দলের পক্ষে সর্বোচ্চ ১১৩ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ওয়ানডেতে এটি তার তৃতীয় সেঞ্চুরি। আর বিশ্বকাপে প্রথম। মজার বিষয় হলো ওয়ানডেতে ম্যাথুজের তিনটি সেঞ্চুরিই এসেছে ভারতের বিপক্ষে। এর আগে ২০১৪ সালে রাঁচিতে এবং ২০১৭ সালে মোহালিতে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ম্যাথুজ। ভারতের বোলারদের মধ্যে জ্যাসপ্রীত বুমরাহ ৩টি, ভুবনেশ্বর কুমার ১টি, হার্দিক পান্ডিয়া ১টি, রবীন্দ্র জাদেজা ১টি ও কুলদীপ যাদব ১টি করে উইকেট শিকার করেন।
শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায়। চতুর্থ ওভারে বুমরাহর বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান অধিনায়ক দিমুখ করুণারত্নে। দলীয় ৪০ রানে ফিরে যান অপর ওপেনার কুশল পেরেরা। তিনিও বুমরাহর বলে ধোনির হাতে ক্যাচ হন।
১১তম ওভারে কুশল মেন্ডিসকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে ফিরিয়ে দেন জাদেজা। এর পরের ওভারে অভিশকা ফার্নান্দোকে প্যাভিলিয়নের পথ দেখান হার্দিক পান্ডিয়া। দলীয় ৫৫ রানে চার উইকেপ পড়ে যাওয়ার পর ম্যাথুজ ও থিরিমান্নের ব্যাটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। এই দুই ব্যাটসম্যান ১২৪ রানের জুটি গড়েন।
দলের রান যখন ১৭৯ তখন জাদেজার হাতে ক্যাচ বানিয়ে থিরিমান্নেকে ফিরিয়ে দেন কুলদীপ যাদব। থিরিমান্নে ফেরার পর ৭৪ রানের জুটি গড়েন ম্যাথুজ ও ধনঞ্জয়া ডি সিলভা। দলীয় ২৫৩ রানে বুমরাহর বলে রোহিত শর্মার হাতে ক্যাচ হন ম্যাথুজ। ইনিংসের শেষ ওভারে থিসারা পেরেরাকে ফেরান ভুবনেশ্বর কুমার।
ভারত ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আজকের ম্যাচের মাধ্যমে নিশ্চিত হবে যে, তারা প্রথম না দ্বিতীয় অবস্থানে থেকে সেমিফাইনাল খেলবে। অন্যদিকে, শ্রীলঙ্কার এটি নিয়মরক্ষার ম্যাচ। আগেই তাদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে।
আজকের ম্যাচে একাদশে দুইটি পরিবর্তন এনেছে ভারত। মোহাম্মদ শামির পরিবর্তে সুযোগ পেয়েছেন রবীন্দ্র জাদেজা। আর যুজবেন্দ্র চাহালের বদলে সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব। অন্যদিকে, শ্রীলঙ্কা একাদশে জেফ্রে ভ্যান্দেরসের বদলে সুযোগ পেয়েছেন থিসারা পেরেরা।
এর আগে ৮ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে ভারত এখন পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। আজই শেষ হবে লিগ পর্বের খেলা। আগামী ৯ ও ১১ জুলাই যথাক্রমে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ১৪ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ইনিংস: ২৬৪/৭ (৫০ ওভার)
(দিমুথ করুণারত্নে ১০, কুশল পেরেরা ১৮, অভিশকা ফার্নান্দো ২০, কুশল মেন্ডিস ৩, অ্যাঞ্জেলো ম্যাথুজ ১১৩, লাহিরু থিরিমান্নে ৫৩, ধনঞ্জয়া ডি সিলভা ২৯*, থিসারা পেরেরা ২, ইসুরু উদানা ১*; ভুবনেশ্বর কুমার ১/৭৩, জ্যাসপ্রীত বুমরাহ ৩/৩৭, হার্দিক পান্ডিয়া ১/৫০, রবীন্দ্র জাদেজা ১/৪০, কুলদীপ যাদব ১/৫৮)।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply