‘ট্রাশট্যাগ চ্যালেঞ্জ’ নামের নতুন করে ভাইরাল হওয়া একটি চ্যালেঞ্জে মেতেছে বিশ্বের তরুণ তরুণীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে এটি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। ছোট বড় সবাই এই চ্যালেঞ্জকে স্বাগত জানাচ্ছে। মূলত চ্যালেঞ্জ হলো- নোংরা জায়গা পরিষ্কার করতে হবে এবং ওই জায়গা পরিষ্কার করার আগের ও পরের ছবি তুলে তা পোস্ট করতে হবে। এই চ্যালেঞ্জ গ্রহণের জন্য আপনি কোন দেশের বা কোথায় বাস করেন সেটি কোনো বিষয় নয়। মূল বিষয় নোংরা জায়গা পরিষ্কার করা। খবর এনডিটিভির।
চলতি মাসে ভাইরাল হওয়া এই চ্যালেঞ্জে সাড়া দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের নানা প্রান্তের তরুণ-তরুণীরা। তারা স্কুলের পাশের, পুকুর বা নদীর পাড়ের, পাহাড়ের, রাস্তার পাশেসহ নানা নোংরা জায়গা পরিষ্কার করে তার আগে ও পরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো শেয়ার করছেন।
এই চ্যালেঞ্জের উদ্দেশ্য হলো পরিবেশ রক্ষার্থে আমাদের আশপাশ ময়লা-আবর্জনামুক্ত রাখা। এটি মানুষকে পরিচ্ছন্নতার ক্ষেত্রে উন্নতি করতে সাহায্য করছে এবং জনগণকে ইতিবাচক বার্তা দিচ্ছে। যাতে তারা একটি পরিবর্তনের অংশ হতে পারে।
এর আগে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় ভাইরাল হয়েছে। তার মধ্যে অন্যতম হলো- আইচ বাকেট চ্যালেঞ্জ, কিকি চ্যালেঞ্জ। এ বছরের শুরুতে ভাইরাল হয় টেন ইয়ার চ্যালেঞ্জ। তবে এ যাবৎকালে যত চ্যালেঞ্জ ভাইরাল হয়েছে তাদের মধ্যে বর্তমানের ‘ট্রাশট্যাগ চ্যালেঞ্জ’কেই সবচেয়ে ইতিবাচক হিসেবে নিয়েছে বিশ্ববাসী।
ইতিবাচক বিষয়ে ভাইরাল হওয়া এই চ্যালেঞ্জে অংশ নিতে পারেন আপনিও। আপনার পাশের কোনো নোংরা জায়গা পরিষ্কার করে তার আগে ও পরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে #TrashTag লিখে পোস্ট করতে পারেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply