যমুনা টিভির স্টাফ রিপোর্টার এবং খোলা কাগজের নাটোর প্রতিনিধি নাজমুল হাসানের বাবা আব্দুল খালেক (৮০) বার্ধ্যক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
গত মঙ্গলবার তার নিজ বাসভবন দত্তপাড়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে, তিন পুত্র বধু, ৪ জামাতা, নাতি নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বাদ যোহর দত্তপাড়া ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাজা এবং বাদ আসর চৌরী গোরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়।
তার মৃত্যুতে নাটোরের সাবেক জেলা প্রশাসক শাহিনা খাতুন, নাটোর প্রেসক্লাবের সভাপতি বিটিভি’র নাটোর প্রতিনিধি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক দুলাল সরকার,সদস্যবৃন্দ, টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাপ্পী লাহিড়ী ও অন্যান্য সদস্য বৃন্দ, টিআইবি’র সচেতন নাগরিক কমিটির সভাপতি
সাংবাদিক রনেন রায়, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মরহুমের রুহের শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply