নিলয় ধর যশোর প্রতিনিধি:এক দেশে দুই নীতি মানি না মানবো না। এই শ্লোগানে একদফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে আজ সোমবার দিনব্যাপী নওয়াপাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ধর্মঘট পালন করেছে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আহবানে ও নওয়াপাড়া পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজনে এ ধর্মঘট অনুষ্ঠিত হয়।
পৌরসভা চত্বরে অনুষ্ঠিত ধর্মঘটের সভাপতিত্ব করেন পৌরসভার সচিব এসকে মোশারফ হোসেন। পৌরসভা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, কর্মচারী ইউনিয়নের সভাপতি শেখ শাহ্ জামাল, প্রাক্তন সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি মোজাফ্ফর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাবেক সহ-সভাপতি রীনা পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনসন সহ বেতন-ভাতা চালু এবং জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের একদফা দাবী বাস্তবায়নে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি পালন করছে তারা। সোমবার স্ব স্ব জেলা প্রেসক্লাবের সামেন তাদের অবস্থান ধর্মঘট এবং আগামী ১৪ জুলাই ঢাকায় মহাসমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করা হবে ঘোঘণা দেওয়া হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply