নিলয় ধর, যশোর প্রতিনিধি:যশোরের বেনাপোল পোর্ট থানার চেকপোস্ট এলাকা থেকে পাসপোর্টযাত্রীর সাথে প্রতারনার দায়ে দু’জন প্রতারককে আটক করেছে বিজিবি। এসময় তাদের নিকট থেকে প্রতারনা করে হাতিয়ে নেওয়ার ২১ হাজার টাকাও উদ্ধার করে। শনিবারে এ দুইজনকে আটক করে বিজিবি।আটককৃতরা হলেন বেনাপোল বড়আঁচড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রোকি ও একই গ্রামের আব্দুর সত্তারের ছেলে রবিউল। বিজিবি সুত্র জানায়, বেনাপোল চেকপোষ্টের রিয়াদ এন্টারপ্রাইজের দুইজন প্রতারক রংপুর থেকে আসা পাসপোর্টযাত্রী কনক চন্দ্র সেনকে ভারতে যাওয়ার জন্য তার ইমেগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা কাজ করে দেওয়ার জন্য পাসপোর্ট নেন।
এসময় তার কাছে থাকা টাকা এপার রেখে ওপার থেকে একটি কাউন্টার থেকে নিলে বেশী পাবে বলে ১৬ হাজার টাকা রেখে দিয়ে একটি ভিজিটিং কার্ড ধরিয়ে দেয়। ভারতের পেট্রাপোল যেয়ে কোন কাউন্টার না পেয়ে কনকচন্দ্র ভারতীয় আইভি পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে ভারতের আইভি পুলিশ বাংলাদেশের বিজিবি ক্যাম্পে জানালে বিজিবি নায়েক আতিয়ার রহমান রিয়াদ এন্টারাপ্রাইজে অভিযান চালিয়ে রকি নামে এক প্রতারককে আটক করে। এরপর তার স্বীকারোক্তি অনুয়ায়ী রবিউলকে আটক করে।
বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ বলেন, প্রতারনার মামলা দিয়ে বেনাপোল থানায় চালান দেওয়া হয়েছিল। কিন্তু বাদি না থাকায় থানা মামলা নেয় নাই। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ করে পরবর্তী কি হয় জানাব। এরপর বেলা সাড়ে ৪ টার সময় সুবেদার বাকি বিল্লাহ বলেন সারাদিন যখন বসিয়ে রেখেছি তখন ওদের চালান দেওয়া হবে। কি মামলায় চালান দিবেন এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী তাদের চালান দেওয়া হবে। মামলার বিষয় পরে বলব। বেনাপোল পার্ট থানার এ এসআই রাহাত বলেন, বাদী না থাকায় বিজিবির দেওয়া এ মামলা দায়ের হয়নি।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply