নিলয় ধর, যশোর প্রতিনিধি : যশোর মণিরামপুরে উপজেলায় বিভিন্ন নেতাকর্মীদের নাশকতা মামলায় (বিএনপির) ৪০ জনের নামে চার্জশিট দিয়েছেন পুলিশ। মামলার অভিযুক্তরা হলেন– উপজেলায় মদনপুর গ্রামের গফুর সরদার, মুনছুর আলী, শফিকুল, শেলী উত্তরপাড়া গ্রামের নুরুজ্জামান, হরিহরনগরের আতিয়ার, হাসান, বাবু, এনায়েতপুর গ্রামের মশিয়ার, সাদেক, সাদ্দাম, ইসমাইল হোসেন, খলিলুর রহমান, মাহাতাব নগরের সুজন, বড় চেৎলা গ্রামের রেজাউল করীম, মোতালেব, ডুমুরখারী গ্রামের আব্দুল মান্নান মোড়ল, গ্রামের হারুন অর রশিদ, চাকলার বেড় গ্রামের আয়ুব হোসেন, আব্দুল আলিম, হানুয়ার গ্রামের আবু দাউদ, শরিফুল ইসলাম, দফাদরপাড়ার আব্দুল মালেক, তাজপুর গ্রামের উজ্জল গাজী, গোয়ালবাড়ী গ্রামের আব্দুল গফ্ফার, কাপালিপাড়া গ্রামের মতিয়ার
রহমান, এড়েন্দা গ্রামের সিরাজুল ইসলাম, খড়ঞ্চী গ্রামের বিল্লাল হোসেন, ও ঝাঁপা গ্রামের সিরাজুল ইসলাম বজলু গাজী, জিয়াউর, কামাল হোসেন, রুপুসপুর গ্রামের মোহাম্মদ আলম, ঝাপা বাঘাডাঙা গ্রামের আলাউদ্দিন, গোলাম মোস্তফা, ঝাপা ঢালীপাড়া গ্রামের মাহমুদুর রহমান, ঝাপা পূর্বপাড়া এলাকার আজিজুর রহমান, ঝাঁপা উত্তরপাড়া এলাকার বাবুল হোসেন, মেহেদি হাসান টুটুল, ঝাঁপা দড়িয়াপাড়া গ্রামের সাজু, ঝাঁপা দক্ষিনপাড়া। মামলা তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা মণিরামপুর থানার এস আই আব্দুর রহমান আদালতে এ চার্জশিট জমা দেন। এই মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৫ ডিসেম্বর মণিরামপুর হরিহরনগর গ্রামের আলহাজ হানেফ
আলী দাখিল মাদ্রাসার মাঠে (একাদশ জাতীয় সংসদ নির্বাচন) উপলক্ষে নাশকতা কর্মকান্ডে জড় হয়। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় গফুরকে আটক করেন পুলিশ। এই সময় গফুরকে আটক করেন পুলিশ। সেই সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে অন্য আসামিরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেন। এই ঘটনায় (এস আই) সাখাওয়াৎ হোসেন বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দেয় পুলিশ। এছাড়াও এই মামলায় আসামিদের মধ্যে গফুর সরদার, খলিলুর রহমান, সুজনকে আটক, মুনছুর আলী, শফিকুল ও বজলু গাজি জামিনে এছাড়া অন্য সকল আসামিকে চার্জশিটে পলাতক দেখানো হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply