নিলয় ধর, যশোর প্রতিনিধি:যশোরে মেডিকেল কলেজ হাসপাতালে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসক না পেয়ে বিশৃঙ্খলা করেছে রোগীর স্বজনরা। এ সময় চিকিৎসকের চেয়ার ভাঙতে চেষ্টা করে ক্ষিপ্ত স্বজনরা। মাগুরার শালিখায় সোমবার বিকেলে প্রতিবেশি প্রতিবন্ধী যুবকের হাতে হামলার শিকার হয়ে সাড়ে তিনটায় জরুরি বিভাগে আসেন তহিদুল ইসলাম নামে এক ব্যক্তি ও তার স্বজনরা। সেখানে চিকিৎসক তাকে ব্যবস্থাপত্র দিয়ে পুরুষ সার্জারি ওয়ার্ডে পাঠিয়ে দেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, সোমবার দুপুরে আহত তহিদুল ইসলামের প্রতিবেশি প্রতিবন্ধী জলিল নামে এক যুবক তার মাকে মারপিট করছিল। এ সময় তহিদুল বাধা দিতে গেলে ওই যুবক তার মাথায় শাবল দিয়ে একাধিক আঘাত করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।
সেখানে চিকিৎসক এম আব্দুর রশিদ তাকে চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠিয়ে দেন। সার্জারি ওয়ার্ডে আসার এক ঘণ্টা পার হয়ে গেলেও কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের দেখা মেলেনি। রোগীর স্বজনদের হট্টগোলে এক পর্যায়ে বিকেলে সার্জারি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান ওয়ার্ডে এসে পাঁচটা ২০ মিনিটে তহিদুল ইসলামকে ঢাকায় রেফার করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply