নিলয় ধর,যশোর প্রতিনিধি:যশোরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে দালাল মুক্ত করতে আবারো অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত। দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা ও আয়েশা সিদ্দিকী যোথ ভাবে অভিযান চালিয়ে দুই দালাল কে আটক করেন এবং জেল জরিমানা করেছেন। আটক কারীরা হচ্ছে সদর উপজেলায় দেওড়া গ্রামের বাবর আলীর ছেলে আল আমিন। অন্য জন ঘোপ নওয়াপাড়া রোডের আব্দুল আলিমের ছেলে আবুল হাসান। আদালতের পেশকার জ্বালাল উদ্দিন বলেন।
এই সরকারি হাসপাতাল থেকে লোক হাতিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার আপরাধে তাদের ধরা হয়। এই অপরাধে ভোক্তাধিকার আইনের ৫২ ধারায় দোষ স্বীকার করায় আবুল হাসানকে নগদ ৫ হাজার টাকা জরিমানা। ১৫ দিনে কারাদণ্ড ও অনাদায়ে আরো ২ দিন কারাদণ্ড দেওয়া হয়। অন্য দিকে আল-আমিন দোষ স্বীকার না করায় যাচাই বাছায়ের পর কোতয়ালি থানায় সোপর্দ করা হবে। এর আগেও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম অভিযান চালান বলে জানা গেছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply