চীনের হুবেই এলাকার একটি অফিসে কর্মরত আছেন ৫৩ বছর বয়সী ঝু বিয়ু। বাড়ি থেকে তার অফিসে যেতে সময় লাগে এক ঘণ্টারও বেশি।
রাস্তায় যানজট থাকলে অফিসে যেতে সময় আরো বেশি লাগে। সময় বাঁচাতে সে কারণে গত এক দশক ধরে তিনি সাঁতার কেটে অফিস যান। সময় বাঁচানোর পাশাপাশি এই অভ্যাসের জন্য স্থানীয়দের কাছে ফিটনেস আইকনও হয়ে উঠেছেন তিনি।
বাড়ি থেকে সড়কপথে অফিস যেতে ঝুয়ের সময় লাগে ঘণ্টাখানেক। কিন্তু সাঁতার কেটে অর্ধেক সময়ে অফিসে পৌঁছে যান ঝু। এজন্য ইয়াংঝে নদীতে প্রতিদিন প্রায় দুই কিলোমিটার সাঁতার কাটতে হয় তাকে। কমলা রঙের দু’টি ভাসমান বেলুন নিয়ে ওই পথ পাড়ি দেন তিনি। গত ১১ বছর ধরে এভাবেই অফিস করেন ঝু।
প্রতিদিন সাঁতার কেটে অফিসে যাওয়ার কারণে তার ডায়াবিটিসের সমস্যা নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি ওজন কমিয়ে বেশ ঝরঝরে হয়েছে শরীর। বিয়ুর এভাবে অফিস যাওয়াকে বাহবা জানিয়েছে স্থানীয় প্রশাসনও। অফিস যাওয়ার পথে সম্প্রতি বেশ কয়েকজন সাঁতারু তার সঙ্গীও হয়েছেন বলে জানা গেছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply