গোধুলী বেলার চাওয়া
যাবিহা মুসতাবশারা জান্নাত
কখনো কখনো ভাবি, সব ভুলে চেয়ে ফেলি,
একটা বিকেল তোমার কাছে।
উত্তরের অপেক্ষা না করেই বসে
থাকি অনেকটা সময়, তুমি আসবে বলে।
কখনো ভাবি, তুমি আমিতে বসে
নির্জন কিছু সময় কাটিয়ে দেই।
তুমি নির্জন মনে বাঁশি বাজাবে,
আমি মুগ্ধ হয়ে শুনবো, হারিয়ে যাবো সুরে,
অবশ্য হারিয়ে যাবো বললে ভুল হয়, বলতে হয়..
যে পথ হারিয়েছি সুরের সাথে সেই পথ আবার খুঁজবো।
তুমি বাঁশি বাজাবে, আমি শুনবো প্রাণভরে…
দু-ফোঁটা চোখের জল গড়িয়ে পড়বে,
অনুরোধ করবো নয়ন পানে না চাইতে।
কখনো ভাবি, তোমাকে বলেই ফেলি,
আমি একলা পথে যাওয়ার সময় কখনো এসে চমকে দিও,
আমি বেশ অবাক হবো।
তখন চোখ পানে চেয়ে দেখো,
আমি নাহয় পরে শুধাবো কি দেখেছিলে চোখে।
হঠাৎ বলতে ইচ্ছে করে,
তুমিতো চোখের ভাষা পড়তে পারো,
একবার সময় নিয়ে পড়ে দেখবে?
আমি ভাবি, অনেক কল্পনা করি,
আমি ভাবি, সব ভুলে তোমার কাছে চেয়ে ফেলি,
একটা বিকেল, একটা গোধুলি বেলা…..
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply