জাহেদ হাছান তালুকদার, রাংগুনিয়া প্রতিনিধি: শুক্রবার (২৪ মে) চট্রগ্রামের রাংগুনিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল উপজেলা সদরের নুরজাহান কমিউনিটি সেন্টারে উপজেলার আওয়ামীলীগ সভাপতির ও রাংগুনিয়া উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন,উপজেলার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদারের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন চট্রগ্রাম উওরজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার,ধর্ম বিষয়ক সম্পাদক রাংগুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার ,কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মাদ আশী শাহ
,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য, কামরুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইদ্রিস আজগর ,উপজেলার আওয়ামীলীগের সহসভাপতি নজরুল ইসলাম,ছাদেকুন”ন,র ,আকতার হোসেন,,যুবলীগ সভাপতি আরজু সিকদার,,সাধারণ সম্পাদক ইউনু,,ছাএলীগ,,আরো প্রমুখ। আওয়ামীলীগে প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল দেশ খাদ্য ঘাটতির মাঝে ছিল, কারণ তারা কৃষককে সার,বীজ, সঠিক সময়ে দিতে পারেনি।
আর এখন বর্তমানে আওয়ামীলীগ সরকার কৃষককে সময় মত কৃষি সার, বীজসহ কৃষি উপকরণে ভর্তুকি প্রদান করেছে ,যার জন্য বাংলাদেশ এখন খাদ্য ঘাটতি নেই। তিনি আরো বলেন,,দেশে এইবার ধানের বাম্পার ফলন হয়েছে,ধানের অতিরিক্ত ফলনের কারণে সরকার আমদানিতে শুল্ক বাড়িয়ে দিয়েছে। সরকার সরাসরি কৃষক থেকে ২৬ টাকা ধরে ধান কিনছে,যার কারণে বাজারে ধানের দাম কমতে শুরু করছে। তিনি বলেন,,আমাদের দেশের মানুষ আওয়ামীলীগকে পর পর তিন বার ভোট দিয়ে জয় করেছে, ,কারণ জনগণ দেখছে এবং বুঝতে পারে,তাই দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের সাথে বিনয়ী আচরণ করার আহবান।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply