জাহেদ হাছান তালুকদার রাংগুনিয়া প্রতিনিধি:আজ রাঙ্গুনিয়ায় মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বুধবার (১ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদদের নবনির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী।
উক্ত সভায় আলোচনায় ছিলেন ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর, মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, রহিম উদ্দিন চৌধুরী, মির্জা সেকান্দর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াছ, শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ষ্টেশনের কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিকী, কর্ণফুলি জুটমিল সিবিএ সাধারণ সম্পাদক ফজলুল করিম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ইস্কান্দর মিঞা, পদুয়া ইউপি সদস্য মো. শাহজাহান প্রমুখ।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন , “মে দিবসে অধিকারের আদায়ের পাশাপাশি দেশ গড়ার অঙ্গীকার করতে হবে। শ্রমিক ও মালিক সুসম্পর্ক বজায় রেখে জাতীয় উৎপাদনে ভূমিকা রাখতে হবে।
তাহলে একদিন দেশ এগিয়ে যাবে। আমাদের যারা শ্রমিক রয়েছে তারা দিন রাত শ্রম দিয়ে টাকা আয়ের কাজে নিজেকে ব্যাস্ত রাখে,আর সেই টাকা মালিক শুধু একা শ্রমিক নয় মালিক, দেশ, ,দেশের মানুষ সবাই। তাই শ্রমিকদের মজুরি তাদের পাওনা যাতে করে তারা পাই।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply