জাহেদ হাছান তালুকদার রাংগুনীয়া প্রতিনিধি:রাংগুনীয়ার সুনামধন্য অরাজনৈতিক,সামাজিক সংগঠন “তারুণ্য ৭১ ” এর ব্যবস্থাপনায় রাংগুনীয়া শেখ রাসেল স্মৃতি কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্টান হয়েছে।
উক্ত সংগঠনের সভাপতি ইমতিয়াজ এর সভাপতিত্বে বস্হপতিবার (৪এপ্রিল) বিকালে পোমরা বি এম স্কায়ার কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাংগুনীয়া উপজেলার যুবলীগের সভাপতি আলহাজ্ব শামসুর শিকদার আরজু ।
তিনি বলেন একুশতকের ডিজিটাল বাংলাদেশ .এবং জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এমন যোগ্য ব্যক্তিত্ব প্রয়োজন যিনি জ্ঞান ও আদর্শে হবে অনন্য, চরিত্রে .আর সেটা সৃষ্টি হবে তোমাদের থেকে।
তাই তরুণদের ভাল কাজে সবাইকে সহযোগীতা করার জন্য অনুরোধ করেছেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এরশাদ মাহমুদ ।তিনি বলেন, বর্তমান সরকার তরুণদের নিয়ে কাজ করতে চাই,,তাই তরুণদের জন্য সরকার বিভিন্ন ধরনের সুবিধা রেখেছে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাংগুনীয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া।তিনি বলেন রাংগুনীয়া তারুণ্য ৭১ একটি অরাজনৈতিক সংগঠন, আজ আমি এই শেখ রাসেল স্মৃতি কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্টানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি।
কারণ এখানে ছাএ-ছাএী সহ তাদের অভিবাবক এসেছেন। তিনি আরো বলেন,,,এই নতুন তরুণরা যাতে মাদকের দিকে না জড়ায়। কারণ মাদক নিমূল করার জন্য বর্তমানে সরকার বিভিন্ন উদ্দেগ নিয়েছে, এখন ৯৯৯ কল দিলে পুলিশ আপনাকে সাহায্য করবে।
পরে তারুণ্য৭১ হতে বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।
পরে অতিথিরা কুইজ প্রতিযোগীতার বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
তারুণ্য৭১ কি?
একটি অরাজনৈতিক সংগঠন,,এবং বর্তমানে এই সংগঠনের ১৩০ জনের বেশি সদস্য রয়েছে,,তারুণ্য৭১ সামনের দিকে আরো ভাল কিছু মানুষকে উপহার দিবে,,,আর তার জন্য চাই সকলের সহযোগীতা আর ভালবাসা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply