জাহেদ হাছান তালুকদার,রাঙ্গুনিয়া প্রতিনিধি:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিশ্বমানের হেল্থ সিটি করার পরিকল্পনা নিচ্ছেন সরকার। সংযুক্ত আরব আমিরাত সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হবে। দেশটির চ্যারিটেবল প্রতিষ্টান শেখ জায়েদ বিন আল নাহিয়ান ফাউন্ডেশনের রাঙ্গুনিয়াস্থ ১১০ একর পরিত্যক্ত ভুমিতে এক ছাদের নিচে সব ধরণের সুবিধা সম্বলিত বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্টান গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন আরব আমিরাত সরকার।
সেখানে বিশেষায়িত হাসপাতাল ছাড়াও থাকবে মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং ইনস্টিটিউটসহ ঔষধ উৎপাদনকারী প্রতিষ্টান। মরণব্যাধী ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের জন্য আলাদা ইউনিট প্রতিষ্টা করারও প্রস্তাব করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকালে এলক্ষ্যে রাঙ্গুনিয়ায় প্রকল্প এলাকা পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এইচ ই সাইয়েদ মুহাম্মেদ আল মাহিরী। পরিদর্শনকালে আরব আমিরাতের বিভিন্ন সংস্থার আরো চারজন সদস্য এবং বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তারঁ সাথে ছিলেন। এসময় তিনি প্রকল্প এলাকাটির সীমানা প্রাচীরসহ বিভিন্ন স্থান ঘুরে দেখে পরিত্যক্ত জমিটিকে কাজে লাগিয়ে মানবসেবার কাজে ব্যবহারের উপর গুরুত্ব দেন। এসময় প্রকল্প এলাকা সংলগ্ন কর্ণফুলি নদীর তীরের নয়নাভিরাম সৌকর্মকর্তাদেরন্দর্য দেখে তিনি বিমোহিত হন।
শুক্রবার (২২ মার্চ) রাতে ঢাকার একটি অভিজাত হোটেলে স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সাথেও বৈঠকে মিলিত হবেন রাষ্ট্রদুতসহ আরব আমিরাতের পরিদর্শন টিম। বৈঠকটিতে প্রধান মন্ত্রীর কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সাইফুল্লাহিল আজম। রাঙ্গুনিয়ায় সরেজমিন পরিদর্শনকালে রাষ্ট্রদুতের সাথে আরব আমিরাত রেড ক্রিসেন্টের সেক্রেটারি, আমিরাত রেড ক্রিসেন্টের দূর্যোগ বিভাগের প্রধান সাইয়্যেদ মোহাম্মেদ আল খামিরী, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সাইফুল্লাহিল আজম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসান, চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি সচিব জসিম উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সহকারি কমিশনার (ভুমি) পূর্বিতা চাকমা, উপজেলা প্রকৌশলী দিদারুল আলম, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।
এসময় রাষ্ট্রদুতসহ পরিদর্শন দলের সদস্যরা স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর কুতুবুল আলম, পোমরা আ.লীগের সভাপতি ছৈয়দুল আলম, সম্পাদক জাহেদুল ইসলাম, যুবলীগ নেতা প্রবাসী শফিউল আলমসহ স্থানীয় প্রশাসন, সাংবাদিক জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন। সারাদিন তারা প্রকল্প এলাকার বিভিন্ন খুটিনাটি ঘুরে দেখেন। সংশ্লিস্ট সুত্র জানায়, প্রস্তাবিত হেলথ সিটিতে প্রাথমিক ভাবে ৬৪ শয্যার বিশেষায়িত হাসপাতাল দিয়ে শুরু করা হলেও ক্রমান্বয়ে তা ১২০ শয্যায় উন্নিত করা হবে বলে প্রকল্পটির ডিটেইল প্ল্যানে প্রস্তাব করা হয়েছে। আধুনিক মেটারনিটি সেবা নিশ্চিত করতে একটি অপারেশন থিয়েটারকে সার্বক্ষণিক দুজন সার্জনসহ প্রস্তুত রাখা হবে। অপর অপারেশন থিয়েটার ব্যবহার হবে জেনারেল সার্জারিতে। মা ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply