
জাহেদ হাছান তালুকদার স্টাফ রিপোর্টার: রাঙ্গুনিয়ার উপজেলাধীন ইসলামপুর ইউনিয়নের পেয়ার মুহাম্মদ চৌধুরীর বাড়ীর ফুলতলের সামনে পল্লী বিদ্যুতের ঝুকিপূর্ণ একটি বৈদ্যুতিক খুঁটি অনেক দিন ধরে দেখা যাচ্চে। খুঁটির চার পাশে জমির মাটি সরিয়ে নেওয়ার পর খুঁটির আরো বেশি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন সময় হতে পারে বড় ধরনে দুর্ঘটনা। বিষয়টি নিয়ে কারো মাতা
ব্যাথা নেই যার ফলে এই সমস্যাটি এখনো সমস্যা মনে হচ্চে না। যদি কোন একটি দুর্ঘটনা হয় তাহলে সমন্যা হিসাব চোখে পড়বে। স্থানীয়রা এই ঝুকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি নিয়ে অনেক বার বিভিন্ন ইন্টারনেট সাইট বা সংবাদ প্রচার করে ছিল তার কোন ফল হয়নি। বর্তমানে ঝুকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটির হেলে গেছে ,অতি বৃষ্টিপাতের কারণে যে কোন সময় হতে পারে দুর্ঘটনা । রাস্তার পাশে হওয়ার
কারণে বেশি ঝুকিপূর্ণ রয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে মানুষ গাড়ি চলাচল করে। স্থানীয়রা বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন আমাদের বড় দূরঘটনা হাত থেকে বাচান, কারণ যে কোন সময় হতে পারে মানুষ মরণ ফাঁদ। বড় দূ্র্ঘনার আগে দ্রুত ব্যবস্তা গ্রহণের আবেদন করছি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply