জাহেদ হাছান তালুকদার: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ ডাকাতি মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ এপ্রিল) রাতে আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউখালী রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। নাম মোহাম্মদ নুরুন্নবী (৩৪)। সে রাজানগর ইউনিয়নের বগাবিল এলাকার আহমদ মিয়ার পুত্র।
তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার কালে তার পকেট থেকে ১০০ পিস ইয়াবা পাওয়া গেছে। তার বিরুদ্ধে আরও একটি মাদক মামলা দিয়ে বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার এসআই মো. ইসমাঈল হোসেন জুয়েল বলেন, ‘রাত আড়াইটার দিকে কাউখালী রাস্তারমাথা এলাকায় পুলিশের বিশেষ অভিযানকালে ডাকাতি মামলার আসামী নুরুন্নবীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাকে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply