জাহেদ হাছান তালুকদার রাংগুনীয়া প্রতিনিধি:আজ শুক্রবার (১০ মে) দুপুর বেলা ১ টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা খ্রীশ্চিয়ান হাসপাতাল সংলগ্ন পুকুরে এই ঘটনা ঘটে।তাঁর নাম শান্ত গুহ (১২) চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী সমিতির সাবেক অর্থ সম্পাদক রিপন গুহ’র শিশুপুত্র। তাঁরা লিচুবাগানে ভাড়া বাসায় থাকতো।
চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর বলেন, ‘সনাতন সম্প্রদায়ের গঙ্গা পূজা উদ্যাপনের সময় শান্তসহ তিনজন শিশু চন্দ্রঘোনা খ্রীশ্চিয়ান হাসপাতাল সংলগ্ন পুকুরে নামে। পূজা দেওয়ার এক পর্যায়ে তিনজনই পুকুরে ডুব দেয়। তিনজনের মধ্যে পানির নিচ থেকে দুইজন উঠে এলেও শান্ত গুহ উঠতে পারেনি। দীর্ঘক্ষণ সে পানির নিচ থেকে না উঠায় অন্য দুই শিশুর খবরে এলাকাবাসী এসে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে।
পরে তাকে পাশ্ববর্তী চন্দ্রঘোনা খ্রীশ্চিয়ান হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শান্ত তার পরিবারের একমাত্র শিশুপুত্র।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply