প্রথম টেস্টের আগে ধাক্কা খেতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। রাজকোটে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না পেসার কেমার রোচের। ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যুতে দলের সঙ্গে নেই তিনি।
চার অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ দ্বৈরথ। টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টি মিলে সিরিজ খেলা শুরু হচ্ছে ভারতের রাজকোটে। প্রথম টেস্টেই পেসারকে না পাওয়া বেশ বড় ধাক্কা ইন্ডিজের জন্য।
বিদায়ী কোচ স্টুয়ার্ট ল অবশ্য এ নিয়ে খুব বেশি ভাবনায় নেই। নতুন বলের আগ্রাসী এই পেসারকে হারিয়েও বাকিদের ওপর আস্থা রাখছেন। উদীয়মান কিমো পল, নতুন মুখ শেরমান লুইসদের কথাই বিশেষ করে বলেছেন, ‘কেমারকে মিস করা মানে বড় শূন্যতা তৈরি হওয়া। তবে আমাদের কিছু উজ্জ্বল প্রতিভা আসছে। পেস আক্রমণের প্রতিভা এরা। তরুণ এই ছেলেদের আশা করছি ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও দেখতে পাবেন। কিমো পল সাম্প্রতিক সাফল্যে ভূমিকা রেখেছিলো। এছাড়া তরুণ শেরমান লুইসও আছে। তাদের পেসের সঙ্গে সুইংটাও কার্যকরী। তারা তরুণ একই সঙ্গে শিখতেও মরিয়া। ’
নতুন মুখ হিসেবে আসা শেরমান লুইস জুলাইয়ে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে ছিলেন আলোচনায়। নিয়েছেন ৮ উইকেট। বাংলাদেশের বিপক্ষেও সফল ছিলেন কিমো পল। প্রথম এই টেস্ট শুরু হবে বৃহস্পতিবার।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply