রাজশাহীর দুর্গাপুরে দিনমজুর সাইদুল ইসলামের (৫৫) কাছে ঘুষ দাবি করে না পেয়ে পা ভেঙে দেয়া থানার এএসআই হাফিজুর রহমানকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।বৃহস্পতিবার বিকালে রাজশাহীর পুলিশ সুপার মো. শহীদুল্লাহ এ আদেশ দেন।
এর আগে গত সোমবার রাতে ছেলেকে ছাড়াতে সাইদুল ইসলামের কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন এএসআই হাফিজুর রহমান।জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, দিনমজুর সাইদুলকে এএসআই হাফিজুর রহমান মারধর করেছেন এটা আমরা প্রাথমিকভাবে তদন্ত করে নিশ্চিত হয়েছি। হাফিজুর রহমান এটা অন্যায় করেছেন। ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। ঘটনাটির আরও তদন্ত করে দেখা হচ্ছে।
এলাকাবাসী জানায়, সাইদুল ইসলাম উপজেলার চৌবাড়িয়া এলাকার বাসিন্দা। পুত্রবধূর অভিযোগের প্রেক্ষিতে সাইদুল ইসলামের ছেলে আসাদুলকে গত ১০ জুন রাতে আটক করে থানায় নিয়ে যায় এএসআই হাফিজুর রহমান। সাইদুল ইসলাম ছেলেকে ছাড়াতে থানায় গেলে তার কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন এএসআই হাফিজুর রহমান।
টাকা দিতে অস্বীকৃতি জানালে হাফিজুর রহমান ক্ষুব্ধ হয়ে বাঁশ দিয়ে পিটিয়ে সাইদুলের বাম পা ভেঙে দেন। বর্তমানে সাইদুল ইসলাম দুর্গাপুর উপজেলা হাসপাতালে ভর্তি আছেন। মারধরের পর ওইদিন রাতেই সাইদুলের ছেলে আসাদুলকে থানা থেকে ছেড়ে দেন হাফিজুর রহমান। সুত্রঃ যুগান্তর
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply