রোববার রাতে লা লিগায় নিজ নিজ ম্যাচে মাঠে নামছে গ্রুপ লিডার বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বছরের প্রথম ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ মালাগা। এদিকে লা লিগায় বছরের দ্বিতীয় ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।
ন্যু ক্যাম্পে সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়ে বড়দিনের ছুটিতে যায় বার্সা। জয়ের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ সময় রাত পৌনে ২ টায় গেতাফের ঘরের মাঠ কলিসেয়ুম আলফন্সো পেরেজে খেলতে নামবে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। ১৭ ম্যাচে ১১ জয়, ৪ ড্র এবং ২ হারে ৩৭ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষস্থানে আছে কাতালানরা।
এদিকে ক্লাব বিশ্বকাপ জয়ের পর লা লিগায় ফিরে ভিয়ারিয়ালের বিপক্ষে ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। হলুদ সাবমেরিনদের মাঠে গিয়ে ২-২ ব্যবধানে ড্র করে লস-ব্লাঙ্কোসরা। পয়েন্ট টেবিলের পাঁচে নেমে যাওয়া রিয়ালের সামনে তাই জয়ের কোনো বিকল্প নেই। সেরা চারে ফিরতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আজ তাই সেরা একাদশ নিয়েই মাঠে নামবেন রিয়াল কোচ সান্তিয়াগো সলারি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply