রানা প্লাজার সোহেল রানার বিরুদ্ধে ভবন নির্মাণ সংক্রান্ত অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় জামিন প্রশ্নে জারিকৃত রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ৬ মাসের মধ্যে মামলার বিচার নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।
এই মামলায় দুদকের পক্ষে মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও আসামি পক্ষে মোহাম্মদ সাজ্জাদ আলী চৌধুরী শুনানি করেন।
২০১৬ সালের ৯মে হাইকোর্ট এই মামলায় তার জামিন কেন দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করে। এর আগে ১৮ এপ্রিল তার স্ত্রী নুর নাহার মিটু হলফনামা মূলে তার জামিন আবেদন করেছিলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply