২২ এপ্রিল কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়ায় সংগঠিত এক দুরঘটনায় করা মামলায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুছ ভুট্টোর ছেলে মো. রিয়াদকে (১৮) অবশেষে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের এবিসি ঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার সূত্র ধরে জানা যায়, সারাদিন পরিশ্রমের পর রাস্তার পাশে রিকশা থামিয়ে বিশ্রাম নিচ্ছিলেন চালক আবদুল মালেক। এ সময় অনিয়ন্ত্রিত গতিতে চালানো প্রাইভেট কার চাপা দেয়া হয় রিকশাসহ তাকে। এতে মুহূর্তেই এক পা বিচ্ছিন্ন হয়ে যায় হত দরিদ্র আবদুল মালেকের।
পুলিশ সূত্র জানায়, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে প্রাইভেট কার চালিয়ে রিয়াদ ওই রিকশাচালককে চাপা দেয়। এতে তার এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। একই ঘটনায় সেদিন আহত হন আরও দুইজন।
কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মাঈন উদ্দিন বলেন, প্রাইভেট কারের ধাক্কায় পা হারানো আব্দুল মালেকের ভাই আবদুর রহিম বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
মামলার বাদী আবদুর রহিম বলেন, আমার ভাই রিকশা চালিয়ে স্ত্রী সন্তান নিয়ে শহরে থাকতেন। পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি। দুর্ঘটনার পর আমরা বহুভাবে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি। অনুরোধ করেছি আমার ভাইয়ের চিকিৎসার জন্য। কিন্তু চেয়ারম্যান আমাদের কথা শোনেননি।
তিনি আরো বলেন, এ দুর্ঘটনার কারণে আমার ভাইয়ের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। এখন মানুষের সহযোগিতা নিয়ে চলছে তার চিকিৎসা।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল মনসুর বলেন, গ্রেফতার রিয়াদকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ক্ষমতাবলে অন্যকে তোয়াক্কা না করা এখন ক্ষমতাবানদের একটি প্রভাব বিস্তারের উপলক্ষ্য হয়ে গেছে। এরই ফলশ্রুতিতে প্রাণ যাচ্ছে কিংবা আহত হচ্ছে সাধারন আয়ের জনগন। অথচ সেই ক্ষমতাবানরা নিজেদের প্রভাব বিস্তার করে রয়ে যায় প্রায় সময়ই ধরা ছোঁয়ার বাইরে।
এই অবস্থা থেকে পরিত্রান পেতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সকলকে বুঝিয়ে দিতে হবে আইন সবার জন্যেই সমান।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply