উপজেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধি না মানার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর ২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে ।
গত তিনদিন ধরে তিনি নিজের ইচ্ছেমত নির্বাচনী আচরণ মানছেন না । জেলা রিটানিং অফিসারের কাছে অভিযোগ করেও মিলছে না সুফল। জানা গেছে, রবিবার দুপুরে স্বতন্ত্র এমপি পাপুল রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকনের বাসায় নির্বাচনী সমঝোতা বৈঠক করেছে ।
এরপর তিনি সেখানেই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনুর বেগমের নির্বাচনী লিফলেট হাতে নিয়ে ছবি তুলেছেন । ওই ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারকে চেয়ারম্যান পদে এ নির্বাচনে নিস্কৃয় রাখতে আওয়ামী লীগ প্রার্থী মামুনুর রশিদের পক্ষ হয়ে তিনি সমঝোতা বৈঠকে বসেন। কিন্তু কোন ফল আসেনি ।
আলতাফ হাওলাদার নির্বাচন করার জন্য অনঢ় । তিনি মোটর সাইকেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন । দলীয় সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে পৌরসভার তাজমহল সিনেমা প্রাঙ্গনে উপজেলা ও পৌর আওয়ামী লীগ নির্বাচনী মত বিনিময় সভা করে । সেখানে এমপি পাপুল উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আওয়ামীলীগের নির্বাচনী সভায় এমপি উপস্থিত থাকতে পারে- সকালে জানতে পেরে আলতাফ হোসেন হাওলাদার জেলা রিটানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করে । ওই কর্মকর্তা এমপি পাপুল সভায় না আসার অনুরোধ করলেও তিনি কর্ণপাত করেননি ।
এ প্রসঙ্গে এক ইউপি চেয়ারম্যান বলেন, টাকা থাকলে আবার কিসের আইন ? কিসের নিয়ম ? এমপি পাপুলের কাছে কর্মকর্তা ম্যানেজ ! এ ব্যাপারে বক্তব্য জানতে এমপি শহীদ ইসলাম পাপুলকে ফোন করলে অন্য এক ব্যক্তি তা রিসিভ করে বলেন, স্যার ব্যস্ত আছেন।
প্রসঙ্গত, সংসদ সদস্যরা উপজেলা পরিষদ নির্বাচনে কোন প্রার্থী পক্ষে প্রচার-প্রচারণা, সভা-সমাবেশে অংশ না নেওয়ার বিধান রয়েছে । নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য নির্বাচন কমিশন থেকে সংসদ সদস্যদের সতর্ক করা হয়েছে ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply