হাদীস: হযরত ইবনে শিরীন (রহ) বলেন, আমি একবার আমার বাদীকে বললাম, আমার কাছে রাসূলুল্লাহ (সাঃ) এর একটি চুল মোবারক আছে, যা হযরত আনাস অথবা তাঁর বংশধরদের মাধ্যমে আমার কাছে পৌছেছে।
অতঃপর ইবনে শিরীন বললেন, দুনিয়া অথবা দুনিয়ার যাবতীয় বস্তু হতে আমার কাছে রাসূলপাক (সাঃ) এর উক্ত চুল মোবারক অতি প্রিয়।
কুকুর মুখ দেয়া পাত্র ৭ (সাত) বার ধৌত করা:
হাদীস: হযরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন নবী করীম (সাঃ) বলেছেন, তোমাদের কারো কোন পাত্রে কুকুর পানি পান করলে উক্ত পাত্রে ৭ (সাত) বার করে ধৌত করে নিবে।
কুকুরকে পানি পান করানো ফায়দা:
হাদীস: হযরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, হযরত নবী করীম (সাঃ) পূর্ব যমানার এক ব্যক্তি ঘটনা বর্ণনা করেছেন। সে ব্যক্তি কোথাও যাচ্ছিল। পথের মধ্যে পিপাসায় অস্তির হয়ে পড়ল। সে একটি কূপ দেখতে পেল এবং এতে নেমে পানি পান করল।
কূপ হতে উঠে দেখতে পেল, একটি কুকুর পিপাসায় হাঁপাচ্ছে এবং কূপের কাছে মাটি চাটছে। ঐ ব্যক্তি ভাবল, কুকুরটি ও হয়তো আমার মতো পানির পিপাসায় কাতর হয়েছে। এ ভেবে সে পুনরায় কূপে নেমে এবং তার চামড়ার মোজা ভরে পানি তুলছিল।
কূপ হতে উঠতে তার দু’হাত প্রয়োজন হয়ে ছিল যার ফলে সে পানি ভরা মোজা মুখে কামড় দিয়ে উঠেছিল। এরূপ কষ্ট করে কূপ হতে পানি উঠিয়ে তৃষ্ণার্ত কুকুরকে পান করাল। মহান আল্লাহ তায়ালা তার এ কাজে সন্তুষ্ট হলেন এবং তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে বেহেশত প্রদান করলেন।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply