বিশ্বজিৎ দাশ রনি, রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনুষ্ঠানিকভাবে সমাজের লোকজন ও প্রশাসনের সামনে ঘোষণা দিয়ে মাদক সেবন ছাড়ল আলমগীর মোল্লা (২৫) নামের এক যুবক।গতকাল এলাকার লোকজন প্রশাসন ও সাংবাদিকদের উপস্থিতিতে মাদক সেবন ছাড়ার ঘোষণা দেন আলমগীর।আলমগীর মোল্লা সাওঘাট এলাকার মৃত সাজু মোল্লার ছেলে।
গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সদস্য আম্বিয়া হক জানান,আলমগীর ৪ বছর আগে বিয়ে করেন।বিয়ের পর তাদের সংসারে রাব্বি নামের ৩ বছরের শিশু সন্তান রয়েছে।আলমগীর স্থানীয় পল্লি বিদ্যুৎ অফিসে নিরাপত্তা প্রহরীর কাজ করে আসছিল।এক বছর আগে নেশাখোরদের সাথে আড্ডা দিতে দিতে সে নিজে ও নেশার সাথে জড়িয়ে পড়ে এবং নেশা নিতে শুরু করে। এতে তার পরিবার
প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছিল।পরে এলাকার লোকজন ও মেম্বাররা তাকে নেশা ছেড়ে দেওয়ার পরামর্শ দেয়।পরে সে গত ছয় মাস ধরে নেশা ছেড়ে দেওয়ার চেষ্টায় ছিল।পরে বিষয়টি রুপগন্জ প্রেসক্লাবের সাংবাদিকদের বিষয়টি জানালে আলমগীর সবার সম্মুখে নেশা ছেড়ে দেওয়ার কথা স্বীকার করে। ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, যারা মাদক সেবন ছেড়ে ভালো হতে চায় তাদের সুযোগ দিতে হবে।আমরাও চাই সবাই আলমগীর মোল্লার মত সবাই মাদক সেবন ছেড়ে আলোর পথে ফিরে আসুক।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply