তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার। ইতোমধ্যে নির্বাচনের সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি।
আজ শনিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত ৫ উপজেলার ৪৫৮টি ভোট কেন্দ্রে ভোটের বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এসব কেন্দ্রের মধ্যে ৩৪৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে বিজিবি র্যাব ও পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। জেলার বিভিন্ন স্থানে তাদের টহল দিতে দেখা গেছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার ৫ উপজেলায় এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনসহ মোট ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা রয়েছে ১২ লাখ ৩৪ হাজার ৬৯৬ জন।
লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় জেলায় ১৯’শ পুলিশ সদস্য, ১১ প্লাটুন (২২০ জন) বিজিবি, ১০ প্লাটুন (৮০ জন) র্যাব ও ৫ হাজার ৪৯৬ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply