লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের যাদৈয়া এলাকায় চাকা বিস্ফোরিত হয়ে যাত্রীবাহি বাস উল্টে খাদে পড়ে গেছে। এতে নারী-পুরুষসহ কমপক্ষে ৩৫ বাসযাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সোমবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও আহত যাত্রীরা জানান, সকালে চৌমুহনী থেকে যাত্রী নিয়ে আনন্দ পরিবহন নামে একটি বাস লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বেলা ১১টার দিকে বাসটি লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের যাদৈয়া নামক এলাকায় পৌঁছলে বাসের সামনের চাকা বিস্ফোরিত হয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রী রাজু হোসেন, মিরাজ আলম, রাশেদুল ইসলাম, লিটন জয়, আবু তাহের, মামুন হোসেন, খোকন হোসেন, সুজন ও রনজিতসহ অন্তত ৩৫ জন আহত হয়।
পরে এলাকাবাসীর সহায়তায় লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। আহতরা লক্ষ্মীপুর-ভোলা ও চাঁদুপর জেলার বাসিন্দা বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply