লবঙ্গ সাধারণত সুগন্ধি মশলা হিসেবে ব্যবহৃত হয়। আবার মুখশুদ্ধি হিসেবেও লবঙ্গের ব্যবহার করা যায়। পানের মধ্যেও লবঙ্গ ব্যবহার করা হয়ে থাকে। এটিও একটি খুব ভালো ঘরোয়া ঔষধি ঠাণ্ডা,পাচক ও রুচিকারক গুণের জন্য কাশি, শ্বাস হেঁচকি ইত্যাদি বিকারকে নষ্ট করার ক্ষমতা লবঙ্গের মধ্যে বর্তমান। লবঙ্গ নিম্নবিধি মতো বিভিন্ন রোগে সরাসরি অথবা অনুপান হিসেবে ব্যবহার করা যায়।
বিভিন্ন রোগে লবঙ্গের ব্যবহারঃ
১) জ্বরঃ লবঙ্গ ও চিরতা সমমাত্রায় নিয়ে জলের সঙ্গে বেটে দিনে ৩ বার করে খেলে সামান্য ও সাধারণ জ্বর কমে যায়।
২) ফলাঃ লবঙ্গ বেটে শরীরের ফোলা জায়গায় লেপন করলে ফোলা কমে যায়।
৩) পেট ব্যথাঃ লবঙ্গ গুড়ো করে নিয়ে পানি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিন। পানি ফুটতে ফুটতে যখন প্রায় আট ভাগের এক ভাগ হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে ছেঁকে একটু ঠাণ্ডা হলে রোগীকে পান করতে দিন।এতে পেটের ব্যথা কমে যাবে। এছাড়া গাস,বিকার,অজীর্ণ এবং কলেরার মতো অবস্থা হলেও এতে প্রভুত উপকার হয়।
৪) অজীর্ণ রোগঃ লবঙ্গ ও হরীতকী পানিতে ফুটিয়ে পাঁচন তৈরি করে নিন।এতে সামান্য পরিমাণ সৌন্ধব লবণ মিশিয়ে পান করলে অজীর্ণ রোগ নাশ হয়।
৫) দাঁত ব্যথাঃ লবঙ্গের তেল দাঁতে লাগালে দাঁতের পোকা নষ্ট হয়ে যায় এবং দাঁত ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায়।
৬)মাথা ব্যথাঃ লবঙ্গ ঘষে নিয়ে সামান্য গরম করে কপালে লাগালে মাথার ব্যথা কমে যায়।
৭)কাশিঃ সাধারণ ঠান্ডা লাগা কিংবা অ্যাজমা, সাইনাস ইত্যাদির সমস্যা; দিনে কয়েক কাপ লবঙ্গ চা খেলে রোগের উপশম হবে। লবঙ্গ পানিতে ফুটিয়ে চা তৈরি করে নেবেন, ঠিক যেভাবে আদা চা তৈরি করেন।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ /- সাদিয়া শারমিন।
Leave a Reply