নাটোরের লালপুর যুবলীগ নেতা হত্যার ঘটনায় উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আওয়ামীলীগ নেতাসহ ২০ জন যুবলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।জানা যায় গত ২৮ নভেম্বর সকালে নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর ২ নং গেটে যুবলীগের নেতা-কর্মীদের পাল্টা-পাল্টি সংঘর্ষে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুলসহ ৪ জন আহত হয়। জাহারুলকে লালপুর হাসপাতালে নেওয়া হলে
কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক জাহারুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাহারুলের ভাই রেজাউল বাদী হয়ে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর যুবলীগের সিনিয়র সভাপতি সাইফুল ইসলাম স্বপন,
উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের অর্থ সম্পাদক মনজুর রহমান মঞ্জু সহ ২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ হোসেন সরল বলেন, মামলার বিষয়টি যেন রাজনৈতিক উদ্দেশ্য মূলক না হয়। এ ঘটনার সাথে যারা জড়িত আছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এ বিষয়ে লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, এই ঘটনার পরিপেক্ষিতে থানায় একটি মামলা হয়েছে। তিনি আরো বলেন এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর এলাকাসহ গোপালপুরের বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply