শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইউনিভার্সিটির সমাবর্তনে তিনি একথা বলেন। আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তনে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারে নাই। এভাবে আপনারা আর বেশিদিন চলতে পারবেন না।
তিনি বলেন, যেসব বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ তৈরি না করে মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চায়, নানাভাবে চাপ দিয়েও তাদের শর্ত মানতে আগ্রহী করা যায়নি। এখন তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই।
মন্ত্রী বলেন, ভর্তি ও টিউশন ফিসহ সকল প্রকার ব্যয় নির্ধারণের সময় যেন দেশের মানুষের সক্ষমতা ও জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করা হয়।
নুরুল ইসলাম নাহিদ, আশাকরি আগামী ছয় বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র-ছাত্রীর সংখ্যায় সমতা আনা সম্ভব হবে।
গতানুগতিকতার বাইরে এসে বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন জ্ঞান সৃষ্টির আহ্বান জানিয়ে তিনি বলেন, বিষয় বাছাই, শিক্ষাক্রম উন্নয়ন ও শিক্ষাদান পদ্ধতি ক্রমান্বয়ে উন্নত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল এবং দেশ ও জনগণের সেবায় নিজেদের জ্ঞান কাজে লাগাতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন এবার সমাবর্তন বক্তৃতা দেন।
এ সমাবর্তনে বাংলাদেশ ইউনিভার্সিটির ১০ বিভাগের ৪ হাজার ৮০৪ জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়; তাদের মধ্যে একজন পেয়েছেন আচার্য স্বর্ণপদক।
সেই সঙ্গে একজনকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য কাজী আজহার আলী স্বর্ণপদক, একজন বিদেশি শিক্ষার্থীসহ ৪ জনকে উপাচার্য স্বর্ণপদক এবং ১৩ জনকে ডিনস পদক দেওয়া হয়।
সমাবর্তনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৩ আসনের এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply