নাজমুল হাসান নাহিদ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ বাবা মারা গেছে। রেখে গেছে সম্মান দিয়েগেছেউপদেশ। তার ন্যায়-নীতি, আদর্শেই আজ সে আদর্শিত। শশুড়বাড়ি থেকে কিছু নেওয়ার বদলে শশুড়কেই উপহার দিলেন একটি বাইক। বলছি সাংবাদিক নাজমুল হাসান এর কথা। নাটোরের দত্তপাড়া এলাকার মৃত আব্দুল খালেক মোল্লার সন্তান তিনি।
শশুড়কে বাইক উপহার দিয়ে সচেতন মহলসহ বন্ধু মহলে বেশসাড়া ফেলেছেন তিনি। এই সময়েও কেউ এমন কাজ করে! সচারচর শশুড় বাড়ি থেকে অনেকেই নেয়, দেয়না। কিন্তু তারএই মহানুভবতা অনেকের মন জয় করেছে। তাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুধিজনসহ অনেকেই।
নাজমুল হাসানের সহধর্মিনী ফারজানা কেয়া জানান, আমাদের বিবাহ হয়েছে ৭ বছর আগে। আমার স্বামীকে অনেকবার বলেছি বাবার কাছ থেকে তোমাকে কিছু নিয়ে দেই। কিন্তু সে কখনও রাজি হয়নি। সব সময় বলেছে আমার বাবার আদর্শে আমি আদর্শিত। আজ পর্যন্ত কোন অন্যায়কে সে প্রশ্চয় দেয়নি। সব সময় সত্যের পথে লড়েচলছে।
আমার স্বামী বলেন, যতদিন বাঁচবো ন্যায়ের সাথেসত্যের পথে লড়বো। নিজের জীবনের ঝুঁকি নিয়েও সে সত্য প্রকাশে অবিচল থেকেছে।
নাজমুল হাসান বলেন, আমার বাবা আমাকে সব সময় সত্যপথে চলতে শিখিয়েছেন। অন্যায়ের সাথে কখনও আপোষ আমার বাবাও করেনি। আমাকেও করতে শিখায়নি। আমাদের ভাই বোনদের মধ্যে কাউকে যৌতুক দিয়ে বা নিয়ে বিয়েদেন নি। তিনি সব সময় আমাদের ভাল কাজের উপদেশ দিয়েছেন এবং অনুপ্রেরণা যুগিয়েছেন। মহান আল্লাহপাক আমার বাবাকে জান্নাত বাসি করুক। এবং আমিচাই যৌতুক দিয়ে বা নিয়ে কেউ যেন বিবাহ না করে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply