চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা জামাল উদ্দিন (৪২) নামের এক যাত্রীর শরীর থেকে ৬৮০ গ্রামের ৬টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা। যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। ওই ব্যক্তি পায়ুপথে এ স্বর্ণবারগুলো বহন করেছিলেন।
আজ শনিবার (৯ মার্চ) সকাল ৮টায় এয়ার এরাবিয়ার (জি৯- ৫২৬) একটি ফ্লাইটে তিনি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আসেন। এয়ারপোর্টে সন্দেহ হলে এক্সরে করে তার দেহে স্বর্ণের সন্ধান পাওয়া যায়।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো: নূর উদ্দিন মিলন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে জি ৯-৫২৬ ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রামে আসার পর তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তিনি সব অস্বীকার করলে তাকে পুলিশের সহায়তায় নগরের একটি বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্রে এক্স-রে করা হয়। যেখানে পায়ুপথে ধাতব পাতের অস্তিত্ব ধরা পড়ে।এরপর কাস্টম হলের একটি টয়লেটে নিয়ে তার দেহে লুকিয়ে রাখা স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৬০ তোলা বলে জানা যায়।
জানা গেছে, জামাল উদ্দিন সাতকানিয়া উপজেলার মধ্যম কাঞ্চনার সিকদার বাড়ির আনু মিয়ার ছেলে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply