নিয়ামতুল্লাহ্ ইমন জয়পুরহাট প্রতিনিধিঃগতকাল সোমবার থেকে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সম্প্রচার বন্ধ করা হয়েছে বাংলাদেশে। একইসাথে জি নেওয়ার্কের জি সিনেমা, জি বাংলা সিনেমা ও জি টিভিসহ এই চ্যানেলের সম্প্রচার বন্ধ বলেও জানানো হয়েছে। বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারের জন্য ক্ষতির মুখে পড়েছে দেশি টিভি চ্যানেলগুলো, তাই তাদের আবেদনের প্রেক্ষিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তথ্য মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রাজ্জাক।
অন্য টিভি চ্যানেলগুলো ও বন্ধ করা হবে কিনা জানতে চাইলে জানান, আমরা তাদের উপর নজর রাখছি, প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি। বন্ধ হওয়া চ্যানেলগুলো কবে চালু হবে জানতে চাইলে বলেন, এটা নিশ্চিতভাবে বলা সম্ভব না, তবে আর চালু নাও হতে পারে।
মুলত দেশি চ্যানেলগুলোতে বিজ্ঞাপন পাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রনালয়, সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি মনে করেন, সরকার তার এই যুগান্তকারী সিদ্ধান্তের উপর অটল থাকলে দেশের টিভি মিডিয়াতে বিশাল পরিবর্তন আসবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply