কুয়াশা আর ঠাণ্ডা বাতাস ইতোমধ্যেই জানান দিয়েছে শীতের বার্তা। ঋতু পরিবর্তনে তাই শুরু হয়েছে ত্বকের নানা সমস্যা। এ সময় বিশেষ করে তৈলাক্ত ত্বক হয়ে উঠে বেশি রুক্ষ ও অনুজ্জ্বল। তাই তৈলাক্ত ত্বকের জন্য দরকার একটু বাড়তি যত্নের। নিয়মিত যত্নে শীতেও তৈলাক্ত ত্বক হয়ে উঠবে মসৃণ এবং স্বাস্থ্যজ্জ্বল।
তৈলাক্ত ত্বকের যত্ন:
যাদের ত্বক খুব তৈলাক্ত তারা ক্লিনজিং ও ময়েশ্চারাইজিংয়ের ক্ষেত্রে অয়েল ফ্রি প্রোডাক্ট ব্যবহার করুন। ঘরোয়া ময়েশ্চারাইজার হিসেবে এক্ষেত্রে টমাটোর রস খুব কার্যকর। ক্লিনজিং ও টোনিংয়ের পর লেটুস পাতার রস, মধু ও লেবুর রস মিশিয়ে লাগাতে পারেন। আনারস, আপেল, পাকা পেঁপের সঙ্গে মধু মিশিয়ে প্যাক ব্যবহার করতে পারেন।
সপ্তাহে একদিন স্ক্রাব ব্যবহার:
ত্বকে সপ্তাহে একদিন স্ক্রাব ব্যবহার করুন। এতে ত্বকের মৃত কোষ দূর হবে এবং ময়লা কমবে। আর এই ক্ষেত্রে হালকা কোনো স্ক্রাব ব্যবহার করুন।
লেবুর রস:
লেবুর সাইট্রিক উপাদান ত্বকের বাড়তি তেল শোষণ করে। একটি তুলার বলের মধ্যে লেবুর রস নিন। একে মুখ ও ঘাড়ে মাখুন। এই বিষয়টি আপনার ত্বকে বড় ধরনের পরিবির্তন আনবে এবং ত্বককে স্বাস্থ্যকর রাখবে।
ভালোভাবে মেকআপ পরিষ্কার:
ঘুমের আগে অবশ্যই ভালোভাবে মেকআপ পরিষ্কার করুন। এ ক্ষেত্রে একটি হালকা ফেসওয়াস ব্যবহার করে মুখ ভালোভাবে ধুয়ে নিন। এরপর আর ত্বকে কিছু মাখার প্রয়োজন নেই।
হালকা গরম পানি ব্যবহার:
ত্বক ধোয়ার ক্ষেত্রে সবসময় হালকা গরম পানি ব্যবহার করুন। এতে কোনো ক্ষতি হওয়া ছাড়াই ত্বকের ময়লা ভালোভাবে পরিষ্কার হবে। এতে ত্বক স্বাস্থ্যকর ও সুন্দর থাকবে।
ত্বক আর্দ্র রাখুন:
ত্বক আর্দ্র রাখার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। ফল খান। ত্বক যেন পানিশূন্য না হয় সেদিকে খেয়াল রাখুন। পানিশূন্যতা ত্বকের ক্ষতি করে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ /-এস এস
Leave a Reply