ছোটগল্প :অধরা
শেখ আশরাফুল ইসলাম
দৃশ্য -০২
অর্ণব চা নিলো অধরার হাত থেকে ঠিকি- কিন্ত, তার দিকে কিছু ক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো অর্ণব।অধরা বলে উঠলো তুমি ফ্রেশ হয়ে এসো তত ক্ষণে আমি টেবিল এ তোমার নাস্তা দিচ্ছি।অর্ণব মাথা নারা দিয়ে বললো ঠিক আছে।কিন্ত, অর্ণব এর মাথায় ঘুরপাক খায় এ অধরা নয়। আমি তাকে বা পরিবারে
সবাই কে কি করে বলি অধরা নয় সে!সবাই যদি অধরার কথা জিজ্ঞাসা করে তাহলে আমি কি উত্তর দিবো?কারণ, তো খুঁজে পাচ্ছি না একে অধরা না বানানোর।হুবুহু অধরার মতো। আরে থাক সে কথা, বলে সে ওয়াস রুমে যেয়ে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসলো।সব নাস্তা রেডি সবাই এসেছে নাস্তা খেতে
আরো পড়ুনঃ শেখ আশরাফুল ইসলাম এর ছোটগল্প *অধরা * :দৃশ্য -০১
বসেছে অর্পিতা বাবা মা চাচা সহ সকলে।কিন্ত, অর্ণব নিজে কেই বিশ্বাস করাতে পারছিল না তার ওটা স্বপ্ন ছিল কি না?তাই ঐ ব্যাপারে কারো সাথে কোন
কিছু শেয়ার করলো না। নাস্তা শেষ করে সে গাড়ি নিয়ে অফিস এ চলে গেল।কাজের চাপে ঐ সব কিছু সে ভুলেই গেল।অর্ণব জানতো অধরার বেলী ফুল খুব পছন্দ তাই সে আবার বাসায় আসার সময় দুটি বেলি ফুলের মালা কিনলো অধরা কে দেবে বলে।আজ সে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে এলো কেননা কাল রাতে তো ঘুম হয় নি আর সব কাজ ও তো শেষ তাই।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply