শেরপুরের নালিতাবাড়ীতে অপরিকল্পিতভাবে উত্তোলিত বালুর স্তুপ ধসে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন শিশু।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সোহান (৬)। সে ওই গ্রামের রিকশা চালক আরিফুর রহমানের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গোবিন্দনগর গ্রামের ভোগাই নদীর তীর সংলগ্ন রাস্তার পাশে নদী থেকে অপরিকল্পিত উপায়ে উত্তোলিত বালু উঁচু করে স্তুপ করে রাখা ছিল। দুপুরে সোহান তার সঙ্গীদের নিয়ে খেলতে যায়। এ সময় উপর থেকে বালুর স্তুপ ধসে পড়লে সোহান ও তার তিন সঙ্গী বালুচাপা পড়ে। পরে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত বালু চাপা থেকে চার জনকেই উদ্ধার করে। তবে সোহানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বালু ছড়িয়ে-ছিটিয়ে আছে। আমরা প্রাথমিকভাবে কোদাল ও বেলচা দিয়ে বালু সড়ানোর চেষ্টা করি। কিন্তু এতোগুলো বালু আমাদের পক্ষে হাত দিয়ে সড়ানো সম্ভব হয়নি। এজন্য আমরা বেকু দিয়ে বালু সরিয়ে চারজনকে উদ্ধার করি। এর মধ্যে এক শিশুর মৃত্যু হয়। তবে এখন পর্যন্ত আর কাউকে বালুর নিচে পাওয়া যায়নি।’
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply